Complete care of Sweet lemon | সুইট লেমন এর সম্পূর্ণ যত্ন

বাড়ির ছাদ বাগানে সুইট লেমন চাষ করুন খুব সহজে। 


সুইট লেমন (Sweet lemon) এমন একটি লেবু যা কিনা খোসা সমেত খেলেও মিষ্টি লাগে। সাইট্রাস জাতীয় গাছ হলো এই সুইট লেমন।  অনেকে এটাকে বনসাইও করে সুইট লেমন লম্বাতে প্রায় ২ থাকে ৩ ফুট হয় এর বৈজ্ঞানিক নাম Citrus limetta এবং এটি Rootsei পরিবার এর অংশ। বর্তমানে এই গাছটি আমাদের ছাদ বাগানে জায়গা করে নিয়েছে প্রায় সব বাগানীদের। সুইট লেমন প্রচুর পরিমানে ফল দেয় প্রায় সারা বছর সুইট লেমন ফল দেয়। সুইট লেমোনের ফল ধারণ ক্ষমতা অনেক বেশি বয়স বৃদ্ধির সাথে সাথে আরো বেশি আসে। সুইট লেমোনের পাতার থেকে বেশি ফল দেখা যায়। কাঁচা অবস্থায় এটি সবুজ বর্ণের হয় কিন্তু পাকলে এটি হলুদ হয়ে যায়। 

Sweet lemon

সুইট লেমন এর মাটি তৈরী 

মাটি তৈরী আগে একটি জিনিস আপনার মনে রাখা দরকার সেটা হলো সুইট লেমোনের টব নির্বাচন সুইট লেমোনের টব অন্তত ১২" inc এর ওপরে হয় এটা লক্ষ্য রাখবেন ১২" inc কমে যেন না হয়। 

সুইট লেমোনের জন্য একটু ভারী মাটি লাগে (ভারী মাটি বলতে যে মাটিতে কাদের ভাগটা বেশি থাকে) ভারী মাটি করতে লাগবে ২ ভাগ নিতে হবে বাগানের মাটি (garden soil)ও ১ ভাগ নিতে হবে নদীর সাদা বালি (sliver sand)(যদি নদীর সাদা বালি না থাকে দেয়ার প্রয়োজন নেই) এর সাথে মিশাতে হবে ১ ভাগ নিতে হবে বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার )ও অর্ধক ভাগ ককপিট (বা ধান এর'তুষ বা কাঠ এর গুঁড়ো ) এই ভাবে সুন্দর করে মাটিটা তৈরী করে নিতে হবে।


টব তৈরী ও প্রতিস্থাপন টব তৈরী ও প্রতিস্থাপন এই লিঙ্ক এ আছে 


সুইট লিমনের জল ও আবহাওয়া 

সুইট লেমন প্রচুর পরিমাণে ফল দেয় এই গেছে পাতার থাকে বেশি ফল আসে, সুইট লেমনকে full sunlight এ রাখা উচিত তাতে অনেক ভালো rusalt পাওয়া যায় তবে অল্প আলোতেও সুইট লেমন করা যায় কিন্ত full sunlight এর মতো অত ভালো ফল হয় না তাই চেষ্টা করবেন সুইট লেমনকে full sunlight এ রাখার। 

আগেই বলা হয়েছে সুইট লেমনকে একটু ভারী মাটি দিতে হয় তাই যখুন জল দিবেন ভালো করে ভরে জল দিবেন তারপর আর জল দিবেন না ওপরের মাটি যখুন শুকিয়ে যাবে তখন আবার জল দিবেন। যখুন গাছে ফুল আসা শুরু করবে তখন মাটিটা ভেজা থাকে সেটা লক্ষ্য রাখবেন।কোনো সময় মাটিতে যেন জল না দাঁড়ায় সেটা লক্ষ্য রাখবেন। 


সুইট লিমনের  সার 

সুইট লেমন একটি foode গাছ এই গাছ প্রচুর পরিমানে খায়। আমরা এই গাছের জন্য যে সার তৈরী করবো আসুন দেখি সরিষার গুঁড়ো খোল এক মুঠো, নিম খোল এক মুঠো, হার গুঁড়ো এক মুঠো, শিং কুচি এক মুঠো, অর্ধক চামচ পটাস এগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে প্রত্যেক ২ মাসে এক মুঠো করে টবে দিয়ে জল দিয়ে দিবেন প্রায় সমস্ত লেবু গাছ এই খাবারটা ভালো বসে। 


সুইট লিমনের  রোগ ও পোকা

সুইট লেমন এ canker খুব দেখাযায় তার জন্য যা করবেন blitox ৫০w (১লিটার জলে ১ গ্রাম দিয়ে ভালো করে স্প্র্রে করে দিতে হবে। প্রতি সপ্তাহে একবার করে করলে গাছটি অনেক ভালো থাকবে। 

কীটনাশক সম্পর্কে আরো জানতে এই লিংক এ  click করুন।Did you find this helpful? Share it with your friends!


জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা

বেলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যা

মাধবীলতার সম্পূর্ণ পরিচর্যা

সেরা ৫ টি কীটনাশক আপনার বাগানের জন্য

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ