জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা | How To Care For Your Hibriscus Plant

 

জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা | Complete care of Hibiscus plant


আমাদের দেশের এক অতি প্রচলিত ফুল হলো জবা যা রোজমেলো" নামেও পরিচিত . শুধু পুজোর ক্ষেত্রে নয় এটি বাড়ি তে থাকলে বাড়ি আলো করে রাখে. জবা অনেক ধরণের হয় প্রায় ১৫০ প্রজাতির ওপর অনেক রং এর হয় .

দেখা যাক কিভাবে সহজেই বাড়িতে টবের মধ্যে  জবা ফুলের চাষ করবেন

 

জবা


জবা কত ধরণের হয়

 1 Hibiscus rosa-sinensis (হিবিস্কাস রোজা-সিনেনসিস)

2 Hibiscus schizopetalus (হিবিস্কাস সিজোপেটালাস)

3 Hibiscus mutabilis        (হিবিস্কাস মিউটাবিলিস)

4 Hibiscus syriacus         (হিবিস্কাস সিরিয়াকাস)

 

 

সঠিক চারা নির্বাচ

নার্সারী থেকে এমন একটা চারা সংগ্রহ করতে হবে যেটা সুস্থ এবং পাতায় কোনো দাগ বা পোকা মাকড় না থাকে এমন একটা চারা নির্বাচন করতে হবে এবং জবা গাছ টা যেন ১০" থেকে ১২" inc  হয়।


জবা
টব নির্বাচন

টব নির্বাচন অত্যন্ত জরুরি একটা বিষয় জবা গাছের জন্য আপনি যদি নার্সারী থেকে ১০ বা ১২" inc চারা আনেন তবে প্রথমে " inc টবে বসাতে পারেন তবে বছর পর আপনাকে টব পরিবর্তন করতে হবে তখন আপনাকে ১০ বা ১২" inc টবে প্রতিস্থাপন করতে হবে।


Complete care of Hibiskus plant


মাটি তৈরী

যে কোনো মাটি জবা গাছ জন্মায় কিন্তু টবে জবা করতে আমাদের মাটি তৈরী করতে হবে। জবার সবসময় এঁটেল মাটি প্রয়োজন হয় যাতে কাদের ভাগ বেশি থাকে আপনাদের এঁটেল মাটি নিতে হবে ৪০% নদীর সাদা বালি নিতে হবে ৩০% বার্মিকম্পোস্ট (বা' পাতা পচা সার ) নিতে হবে ২০% ও ১০%নিতে হবে ককপিট (বা ধান এর তুষ বা কাঠ এর গুঁড়ো ) এই ভাবে আপনাদের মাটি তৈরী করে নিতে হবে।




টব তৈরী ও প্রতিস্থাপন

টবে যেকোনো গাছ করতে ড্রন ড্রেনেজ সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। টবে যদি ৩টি  ছিদ্র থাকে তো সেটা খুব ভালো টব।  জোত ছিদ্র থাকবে তাতে বাঙা খোলামকুচি দিয়ে প্রথমে বন্দ করতে হবে তারপর তার ওপর একটা ছোট পাথর এর  আবরণ দিতে হবে তারপর একটা লাল বালির আবরণ দিতে হবে।

এটা হলো আপনার টবের ড্রেনেজ সিস্টেম। এরপর আস্তে আস্তে টবে মাটি দিন এবং হাত দেয়া একটু চেপে চেপে দেবেন মাটি টা এবার জবার চারা টা টবের মাজ বরাবর বসিয়ে দিন আর এটা লক্ষ্য রাখবেন টবের ওপর থেকে মাটি যেন ২" inc ফাঁকা থাকে যাতে আপনার জল ওহ সার দিতে সুবিধা হয়।




জল ও আবহাওয়া

জবা গাছের মাটি যেন সব সময় ভিজা ভিজা থাকে এই বুঝে জল দিতে হবে কিন্তু টবে যেন জল না দারিয়ে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে বুঝে বুঝে জল দিতে হবে।

জবা অত্যন্ত রোদ্দুর ভালো বসে তাই আমরা সবসময় জবা গাছকে পুরো রুদ্দুর এ রাখবো।



গাছের যত্ন

জবা গাছ কে যদি সকাল বিকেল  ভালো করে স্নান করিয়ে দেয়া যাই তো গাছ অনেক সুস্থ থাকে ও পোকা মাকড় লাগে না বললেই চলে। 

 

জবা গাছের সার

এক মুঠো সরিষার গুঁড়ো খোল

২ চামচ হাড় গুঁড়ো

১ চামচ পটাস

পতি মাস এ দিতে হবে। ফেব্রুয়ারী থেকে নভেম্বর মাস পযন্ত ।


গাছ ছাঁটাই

ফেব্রুয়ারী ২৫ থেকে মার্চ এর ১৫ তারিখ এর মধ্যে ডালপালা ছাঁটাই করতে হয়। গাছ ছাঁটাই এর আগের দিন গাছ এ যদি MiraculanTriacontanol 0.05% EC স্প্রে করেন তো গাছটি খুব ভালো ও ঝোপালো হয়।


রোগ ও পোকা

জবা গাছ এ রোগ ও পোকা প্রচুর পরিমানে আসে তার মধ্যে প্রধান হলো মিলিবাগ, সাদা পোকা, মাকড় ইত্যাদি।যদি মিলিবাগ হয় তবে উষ্ণ গরুম জল এ একচামচ (shampoo) দিয়ে ভালো করে spray কোরে দিতে হবে ৩দিন অন্তর। Dimethoate 30% Ec এই  ধরণের যেকোনো কীটনাশক মাস এ দুবার spray করতে হবে ১ লিটার জলে ৩৫ ফোটা দেয়া আর saaf fungicide spray করতে হবে মাস এ একবার তাহলে জবা গাছ সুস্থ থাকবে। 


Did you find this helpful? Share it with your friends!




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ